আরিফ হোসেন, বাবুগঞ্জ:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কিস্তি পরিশোধ করতে না পারায় এক গৃহকর্মীর বাড়ি থেকে জোরপূর্বক হাঁস নিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে পিছু হটতে বাধ্য হলো বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) টিএমএসএস। গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হওয়ার পর চাপের মুখে সংস্থাটি গৃহকর্মী হাফিজা আক্তারের হাঁসটি ফেরত দিয়েছে এবং দায়িত্বরত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে।
ঘটনাটি ঘটেছিল আগৈলঝাড়া উপজেলার বাঁকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে। ওই গ্রামের গৃহকর্মী হাফিজা আক্তার টিএমএসএস এনজিও থেকে নেওয়া ঋণের শেষ কিস্তির টাকা দিতে না পারায় গত ৮ ডিসেম্বর এনজিও’র এক মাঠকর্মী তাঁর বাড়ি থেকে পালিত একটি হাঁস নিয়ে যান। এমন অমানবিক ঘটনা স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রচারিত হলে তীব্র সমালোচনার মুখে পড়ে টিএমএসএস কর্তৃপক্ষ।
ঘটনার পাঁচ দিন পর, গত ১৩ ডিসেম্বর বিকেলে টিএমএসএস এনজিও গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. রাজেক ইসলাম গৃহকর্মী হাফিজা আক্তারের বাড়িতে গিয়ে হাঁসটি ফেরত দিয়ে আসেন।
এসময় তিনি গণমাধ্যম কর্মীদের জানান, “হাঁসটি নিয়ে যাওয়া মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন। যদি তদন্তে মাঠকর্মীর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে তার চাকরি স্থায়ীভাবে চলে যেতে পারে।”
এদিকে, গৃহকর্মী হাফিজা আক্তার জানান, তিনি টিএমএসএস থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন এবং সব কিস্তি পরিশোধ করেছিলেন। শুধু শেষ কিস্তির ১৩০০ টাকা বাকি ছিল। এই টাকা দিতে না পারায় এনজিও কর্মীরা তাঁর বাড়ি থেকে হাঁসটি ধরে নিয়ে যান।
তিনি অভিযোগ করেন, “বিষয়টি আমি সাংবাদিকদের জানালে এনজিও কর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানির হুমকি দেন। পরে আমি বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করি। অবশেষে গতকাল (১৩ ডিসেম্বর) ম্যানেজার স্যার এসে হাঁসটি ফেরত দিয়ে গেছেন।”
টিএমএসএস এর বরিশাল জোনাল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি জানার পর আমি দ্রুত গৌরনদী শাখায় গিয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা একটি তদন্ত টিম গঠন করে দিয়েছি। গৃহকর্মীকে হাঁসটি ফেরত দেওয়া হয়েছে এবং দায়িত্বরত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা ঘটনার পেছনের কারণ এবং মাঠকর্মীর মানসিকতা জানার চেষ্টা করছি।”
গরিব মানুষের প্রতি এমন অমানবিক আচরণের মাধ্যমে কিস্তির টাকা আদায়ের ঘটনা এনজিও কার্যক্রমের মূল নীতির পরিপন্থী বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ। হাঁস ফেরত দেওয়ায় হাফিজা আক্তার স্বস্তি প্রকাশ করলেও, এনজিও কর্মীর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply