বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

শিরোনাম :
সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সভাপতি নির্বাচিত হলেন কাজী রাসেল

সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সভাপতি নির্বাচিত হলেন কাজী রাসেল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ॥ 

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের গড়িয়াপাড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লাবের নিজস্ব ভবনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারিকেন প্রতীক নিয়ে ৭৩ ভোট পেয়ে বিশিষ্ট সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল রাসেল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীক নিয়ে কাজী মতিয়ার রহমান পেয়েছেন ৬৬ ভোট। অপর প্রার্থী এস এম সাখাওয়াত হোসেন সাইকেল প্রতীক নিয়ে ১৬ ভোট পেয়ে তৃতীয় হন।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহম্মদ মিয়া। সহ-সাধারণ সম্পাদক পদে কলস প্রতীক নিয়ে ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান ফারুক। একই পদে কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রভাষক কাজী জামসেদ আলম তুহিন পেয়েছেন ৭১ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী রাফি প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন। স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে আম প্রতীক নিয়ে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল আহমেদ (টিটু)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাম্বুলেন্স প্রতীক নিয়ে আবুল হাসান রনি পেয়েছেন ৪৩ ভোট। নির্বাহী সদস্য পদে হরিণ প্রতীক নিয়ে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ জসিম উদ্দিন।

 

এছাড়া বালতি প্রতীক নিয়ে ডাঃ মোঃ শামীম আলম পেয়েছেন ৯৬ ভোট, ময়ূর প্রতীক নিয়ে শরিফুল ইসলাম পেয়েছেন ৯১ ভোট, প্রজাপতি প্রতীক নিয়ে অরুন কুমার খাসকেল পেয়েছেন ৮১ নির্বাচিত হয়েছেন। ধনুক প্রতীক নিয়ে কাজী ফেরদৌস (মঈন) ৭০ ভোট পেয়ে ৫ম হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ আল রাসেল বলেন, “এ বিজয় আমার একার নয়, এ বিজয় সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের সকল সদস্যের।

 

সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবাই মিলে ক্লাবটিকে আরও আদর্শবান ও আধুনিক একটি সামাজিক সংগঠন হিসেবে দেশবাসীর কাছে পরিচিত করে তুলবো।” তিনি আরও বলেন, ক্লাব ও পাঠাগারের সার্বিক উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাসে আগ্রহী করে তুলতে নবনির্বাচিত পরিষদ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

 

উল্লেখ্য, সেতুবন্ধন ক্লাব ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ছিলেন বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি এবং দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল। তার আদর্শ ও অবদানকে ধারণ করেই নবনির্বাচিত পরিষদ সংগঠনটির অগ্রযাত্রা এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net