বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

শিরোনাম :

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে কমপ্লিট শাটডাউন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
সমন্বিত পরীক্ষা পদ্ধতি বাতিলসহ ৯ দাবিতে আবারও আন্দোলনে নেমে শিক্ষার্থীরা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। গতকাল সকালে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়ে তা সিলগালা করে দেন। এরপর থেকেই কলেজের একাডেমিক ও প্রশাসনিকসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

এর আগে দাবি আদায়ে দুই দিনের আলটিমেটাম দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সন্তোষজনক বা সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ চার মাস ধরে কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা স্থানীয় শিক্ষা উপদেষ্টার নির্দেশে গঠিত পাঁচ সদস্যের কমিটির কাছে সুপারিশভিত্তিক প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করা হয়। তবে একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে প্রতিবেদন বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে।

ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আলোচনার মাধ্যমে যেসব সমস্যার সমাধান সম্ভব, সেগুলোর সমাধানে আমরা আগ্রহী। তবে যুক্তিসংগত ও দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net