বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

শিরোনাম :
ভারতে মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিল প্রচারণা, সতর্কবার্তা

ভারতে মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে ভুয়া মাহফিল প্রচারণা, সতর্কবার্তা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে ড. আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন। তিনি লিখেছেন, “সম্প্রতি ভারতের নদিয়ায় আমার নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজকরা আমার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এটি সুস্পষ্ট প্রতারণা ও মিথ‍্যাচার। আমি এই মাহফিলের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই।”

ড. আজহারী স্থানীয় মুসলিম কমিউনিটি এবং প্রশাসনকে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেছেন, বর্তমানে নিজ দেশে উন্মুক্ত মাঠে তার সব তাফসির মাহফিল স্থগিত রয়েছে। এমন অবস্থায় ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা আমার নেই। সকলের জ্ঞাতার্থে জানাই, এধরণের প্রতারণা এড়াতে আমার বা অন্য কোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা সবাইকে সত্যের পথে অটল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে রক্ষা করুন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net