এইচ আর হীরা:
বরিশাল নগরীতে হানি ট্র্যাপ চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ ডিসেম্বর) বিকেলে নগরীর ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় চক্রের আরও পাঁচ সদস্য পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী যুবক জানান, ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই নারী তাকে দেখা করার প্রস্তাব দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে নবগ্রাম রোড, নাজিরের পোল হয়ে তাকে নতুন ভাটিখানার একটি টিনসেট বাসায় জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। সেখানে চারজন নারী লাইট নিভিয়ে বিভিন্নভাবে জোরজবরদস্তি করে। একপর্যায়ে চক্রের সদস্যরা তাকে রেখে বাসা থেকে বের হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীর সহকর্মীরা গিয়ে নারী সদস্যকে আটক করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করেন। এসময় পরিস্থিতি দেখতে গিয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চরমোনাই ইউনিয়নের কবির হাওলাদারের ছেলে রিমন হাওলাদার (২২) নিজেকে বরিশাল সংবাদ নামক অনলাইনের সাংবাদিক পরিচয় দেওয়া এক যুবককে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, এ ঘটনায় আটক নারী সদস্য পাখি আক্তার নিশি (২৬) সহ অজ্ঞাত আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে।
এএসআই কাইয়ুম, এসআই মাহাবুব, আমিনুল, জামালসহ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply