বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৯

শিরোনাম :
বরিশালে পুলিশ কনস্টেবলের হামলায় হাঁসপাতালে ভর্তি সাংবাদিক

বরিশালে পুলিশ কনস্টেবলের হামলায় হাঁসপাতালে ভর্তি সাংবাদিক

dynamic-sidebar

দোষী পুলিশ সদস্য ক্লোজড, বিভাগীয় তদন্তের নির্দেশ
খবর বরিশাল ডেস্ক : 
বরিশালে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ফিরোজ মোস্তফাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজ করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ।

 

 

জানা যায়, সোমবার রাত ৮টার দিকে নগরীর গোড়া চাঁদ দাস রোডে এশিয়ান টিভির অফিসে জোরপূর্বক প্রবেশ করে আমানতগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল নাবিদ আনজুম। এসময় তিনি অতর্কিতভাবে ফিরোজ মোস্তফার ওপর হাতুড়ি দিয়ে হামলা চালান। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

 

আহত সাংবাদিক ফিরোজ মোস্তফা জানান, অভিযুক্ত কনস্টেবলের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং তিনি অফিসে যাতায়াত করতেন। অফিসে অবৈধ কার্যক্রমের সুযোগ না পেয়ে ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) সুশান্ত সরকার বলেন, “ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কনস্টেবল নাবিদ আনজুমকে ক্লোজ করা হয়েছে।

 

 

তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় নিন্দা জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা দ্রুত তদন্ত শেষে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net