বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫০

শিরোনাম :
আগামী ১৪ই ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

আগামী ১৪ই ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হবে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

বরিশাল বিশ্ববিদ্যালয় তাদের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের কাজও চলছে। ইতোমধ্যে অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব বণ্টনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক কমিটি গঠন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন ভর্তি হওয়া প্রথম বর্ষের সম্মান শ্রেণির শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে আগামী ১২ জানুয়ারি। আর বহুল প্রত্যাশিত প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।

এ উপলক্ষে গত ২৭ নভেম্বর উপাচার্যের কক্ষে আয়োজক ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ওরিয়েন্টেশন ও সমাবর্তনের সময়সূচি, কার্যক্রম বিন্যাস ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “প্রথমবারের মতো সমাবর্তন আয়োজনের প্রাথমিক কাঠামো তৈরি হচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নযাত্রায় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net