সোহেল হাওলাদার,বাকেরগঞ্জ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৯ নম্বর কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী বাজার উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০ লক্ষ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও প্রকল্পের কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং সরকারি অর্থের অপচয় ঘটানো হচ্ছে।
জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) কলসকাঠী কাঁচাবাজার থেকে প্রায় ৪০০ ফুট রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু হয়। কাজের শুরুতেই দেখা যায়, নিম্নমানের ইটের খোয়া, রাবিশ ও অপর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করে রাস্তা ঢালাই করা হচ্ছে। ঢালাইয়ের দুই-এক দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয় এবং কিছু অংশ পানির নিচে ঢালাই করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, কলসকাঠী বাজার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র।
প্রতিদিন দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা এখানে আসেন, বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন গুরুত্বপূর্ণ সড়কে নিম্নমানের কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবাদ করায় কলসকাঠী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল নাকি মামলা করার হুমকি দেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আরিফুল করিম দুলাল নিজেই কাজ তদারকি করছেন। তবে প্রকল্পের দায়িত্বে থাকা সিবিসি ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির খানের উপস্থিতিতে যে কাজ করা হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন রয়েছে।
চার লাখ টাকা বরাদ্দের অন্তত তিন-চারটি কাজ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, বাজার উন্নয়ন প্রকল্পের কাজে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং সব অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply